দেশজুড়ে

ভারতে পালিয়ে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারী আটক

পালিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।

Advertisement

শুক্রবার (৯ জুন) দুপুরে আটকদের কমলগঞ্জ থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারতে যেতে আজ ভোরের দিকে উখিয়া ক্যাম্প থেকে ৩ নারীসহ সাত রোহিঙ্গা পালিয়ে আসেন। সকাল ১০টায় চার পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করেন। এসময় তিন নারী রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদের বাচাড়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদের কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।

এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর চার রোহিঙ্গা পুরুষকে বিএসএফ সদস্যরা আটক করেছেন বলে জানিয়েছেন এসআই মহাদের বাচাড়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে যান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটক তিন রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আব্দুল আজিজ/এসআর/এএসএম

Advertisement