দেশজুড়ে

বাড়ি ফেরার সময় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বাড়ি ফেরার সময় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ি ফেরার সময় আবুল হাসান (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ফতেপুর এলাকার চামা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আবুল হাসান নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

স্থানীয়রা বলেন, আবুল হাসান রাত ১০টার দিকে নয়ালাভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফতেপুর গ্রাম পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আবুল হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে পার্শ্ববর্তী একটি আমবাগানে তুলে নিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়ারা গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ নেতাকে মারধর ও কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

সোহান মাহমুদ/এসজে/জিকেএস