দেশজুড়ে

মেঘনায় মালবাহী ট্রলারডুবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ‘মোহছেন আউলিয়া’ নামের একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা সাত মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে।

ট্রলারের মাঝি মো. জিহাদ উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারিঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে কাল বৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে পাশে থাকা ‘এমভি মায়মুনা’ জাহাজ এসে আমাদের সাত মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুন: বরগুনায় ট্রলারডুবি : ২১ জন উদ্ধার, নিখোঁজ ৩

Advertisement

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নিতে নলছিরা নৌ-পুলিশ ফাঁডির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু জাগো নিউজকে বলেন, বিভিন্ন মাধ্যমে ট্রলারডুবির খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

Advertisement