চট্টগ্রাম মহানগরীতে ডাকাতি মামলার ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি শামীম ওরফে বিহারি শামীম ওরফে বিহারি গুড্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
তাকে বৃহস্পতিবার আদালতরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, গ্রেফতার শামীমের বিরুদ্ধে আরও তিনটি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জানা গেছে, ২০০৬ সালের ৩০ জানুয়ারি মুখোশধারী ডাকাতদল নগরীর লালখান বাজার বাঘঘোনা মোড়ের একটি বাড়িতে ডাকাতি করে। ওই ঘটনায় খুলশী থানায় মামলা হয়। ওই মামলায় গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি শামীমসহ তার সহযোগীদের দোষী সাব্যস্ত করে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত শামীমসহ আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ওই সাজা পরোয়ানামূলে আসামি শামীমকে গ্রেফতার করা হয়।
Advertisement
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম