রাঙ্গামাটির বাঘাইছড়িতে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাবজনিত কারণে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি। এসময় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
Advertisement
আরও পড়ুন: দিনব্যাপী বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা
বৃহস্পতিবার (৮ জুন) উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহপাড়া, অরুণকারবারীপাড়া ও লুনথিয়ানপাড়া এলাকার কয়েকশ অসহায় মানুষ চিকিৎসা সেবা নেন।
ক্যাম্পেইনে বিজিবির মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মো. নাজমুল হাসান রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে তাদের খাবার সেলাইনসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়।
Advertisement
ক্যাম্পেইন পরিদর্শন করে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৬ জুন থেকে দুর্গম এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ কারার জন্য নির্দেশ দেন তিনি।
সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম