স্বাস্থ্য

আরও ১০৪ জনের করোনা শনাক্ত

দেশে হঠাৎই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০০ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। বাকি চারজন ঢাকার বাইরের। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ১১৮ জনে। এসময়ে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।

বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৩৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে পরীক্ষা করা হয় এক হাজার ৩৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৫১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএএম/কেএসআর/জেআইএম

Advertisement