দেশজুড়ে

সাড়ে ৪ হাজার কেজি আম নিয়ে ঢাকায় ছুটলো ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে চার হাজার ৭৫৮ কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৮ জুন) জেলার রহনপুর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করেন।

Advertisement

পরে ট্রেনটি নাচোল, নিজামপুর, চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা বাইপাস ও কাঁকানহাট রেলস্টেশন থেকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা।

রহনপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, চার হাজার ৭৫৮ কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আম ভর্তি করে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ৭টা ৫৩ মিনিটে সদর রোড, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি, ট্রেনটি আব্দুলপুরে পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হবে এক টাকা ১৭ পয়সা।

আরও পড়ুন: আম নিয়ে যাত্রা শুরু করলো ম্যাংগো স্পেশাল ট্রেন

Advertisement

ম্যাংগো স্পেশাল ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও রেলস্টেশনে পৌঁছাবে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

২০২০ সালের ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয় বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গতবছর এ ট্রেনে এক লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে এক লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

Advertisement