কিশোরগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে দুই দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, প্রচণ্ড দাবদাহ ও লোডশেডিং বেড়ে যাওয়ায় কিশোরগঞ্জে চার্জার ফ্যানের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানের প্যাকেটের নির্ধারিত মূল্য কেটে বা মুছে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এসময় মেসার্স জামান রেডিও অ্যান্ড ইলেকট্রিক হাউজকে পাঁচ হাজার, কনকা এক্সক্লুসিভ শোরুমকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসকে রাসেল/এসআর/জেআইএম