দক্ষিণ কেরানীগঞ্জে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে উঠে গেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে কুচিয়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন মো. তোফাজ্জল হক (৬৮), তৃষ্ণা মণ্ডল (৫৭), ঐশী মণ্ডল (২৬), মো. মনির হোসেন (২৬), মো. আসিফ (২০), রিপন (৪৫), মোছা. ফরিদা বেগম (৬৫)। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি
আহতদের হাসপাতালে নিয়ে আসা কুচিয়ামারা টোল প্লাজার ওসমান গনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি ঢাকায় আসার পথে কেরানীগঞ্জের কুচিয়ামারা টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত সাতজন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস