খেলাধুলা

ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে জুটি বাধবেন ডি মারিয়া!

সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এরই মধ্যে মেসির সঙ্গে চুক্তিও সম্পন্ন করে ফেলেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। এবার মেসির সঙ্গে জুটি বাধানোর জন্য তার জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াকে কিনতে চায় মিয়ামি।

Advertisement

মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত হতে না হতেই এই গরম খবরটি দিয়েছে ইউরোপের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

ইউরোপের লিগগুলোতে খেলা কোন ফুটবলার কোন ক্লাবে যাচ্ছে, কে কার ওপর নজর রাখছে কিংবা কে কাকে কিনতে চায়- এ নিয়ে তীক্ষ্ন নজর রাখেন রোমানো। এরই মধ্যে তার দেয়া অনেক তথ্য হুবহু মিলে গেছে। লিওনেল মেসির ট্রান্সফার নিয়েও নিয়সিত সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে গেছেন তিনি।

সেই ফ্যাবরিজিও রোমানো আজ সকালেই ডি মারিয়া সম্পর্কে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফ্রি-এজেন্ট হয়ে যাওয়া ডি মারিয়াকে কিনতে এরই মধ্যে কথা-বার্তা বলতে শুরু করেছে ইন্টার মিয়ামি।

Advertisement

জুভেন্টাসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমেও খেলেছেন ডি মারিয়া। এরপর আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি জুভরা। যার ফলে ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তবে ডি মারিয়ার লক্ষ্য ইউরাপে থাকা। এ জন্য এরই মধ্যে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলার ব্যাপারে কথা-বার্তাও অনেক দূর এগিয়ে নিয়েছেন ডি মারিয়া। কিন্তু এরই মধ্যে দৃশ্যপটে হাজির হয়ে গেলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি।

এখন দেখার বিষয়, জাতীয় দলের বাইরে যুক্তরাষ্ট্রে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মেসি-ডি মারিয়া নিজেদের কতটা নিংড়ে দিতে পারেন, সেটাই দেখার দেখার।

আইএইচএস/

Advertisement