দেশজুড়ে

বুড়িচংয়ে খাটের ওপর মেয়ের, রশিতে ঝুলছিল মায়ের মরদেহ

পারিবারিক কলহের জেরে কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়েকে হত্যার পর গলায় ফাঁস নিয়েছেন মা।

Advertisement

বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবু কালামের স্ত্রী জান্নাত (২৪) ও মেয়ে হাজেরা (৪)।

বুড়িচং থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, মা-মেয়ে দুজনের মরদেহ দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে আছে আর মা ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলছেন।

Advertisement

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর জান্নাত আত্মহত্যা করেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম