ফুরিয়ে যাওয়া শহর
Advertisement
ফুরিয়ে যাওয়া শহর থেকে বলছি শোনপথের পাশে কৃষ্ণচূড়া চোখ ধাঁধানো তাই তো বুঝি গাইলো মন, হলো আত্মহারা
হারিয়ে যাওয়া শহর থেকে বলছি শোনদৃষ্টি কাড়ে এই সোনালু, মন ভরানোতাই তো বুঝি খুব একাকী তোমায় ছাড়া।
দাঁড়িয়ে যাওয়া শহর থেকে বলছি শোন বারান্দাতে অপরাজিতা, খুব ছড়ানো তাই তো বুঝি কত স্মৃতি মনে দিলো নাড়া।
Advertisement
ফিরিয়ে দেওয়া শহর থেকে বলছি শোন দেওয়ালজুড়ে বাগান বিলাস, খুব মোড়ানো তাই তো বুঝি শত দুঃখ আপন করা।
রাঙিয়ে দেওয়া শহর থেকে বলছি শোন দুচোখজুড়ে জারুল যেন, ঠাঁয় দাঁড়ানোতাই তো বুঝি আনন্দ আজ দিশেহারা।
জড়িয়ে মায়ার শহর থেকে বলছি শোনকেমন যেন কাঠগোলাপে মন হারানোতাই তো বুঝি কবির কথায় ফুল-বৃক্ষে ভরা।
****
Advertisement
কৃষ্ণচূড়ার কথা বলা দিন
ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিনতীব্র রোদে তোমার ছায়ায় পথ মাড়িয়েনতুন করে লালের মাঝে যাই হারিয়ে রাস্তার পাশে প্রেমিক যুগল ঠাঁয় দাঁড়িয়ে।
ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিনদৃষ্টি রেখে লেন্সটাতে ঠিক হাত বাড়িয়েপড়লো বুঝি ক্লিক, একশ ছাড়িয়েএমন ছবির স্মৃতি যাবে মন নাড়িয়ে।
ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিনমেঘের দেওয়া ঠান্ডা হাওয়ায় মন দুলিয়েক্লান্ত পথিক নেয় বিরতি সব ভুলিয়েচলবে সে তো অচিন পথে বুক ফুলিয়ে।
ঠিক তাই আজ কৃষ্ণচূড়ার কথা বলা দিনপিচ ঢালা পথগুলোতে বাইক চালিয়েবৃষ্টিভেজা হাওয়ার সাথে ঢেউ খেলিয়েসিক্ত হওয়ার স্নিগ্ধ পরশ যায় বুলিয়ে।
এসইউ/এএসএম