ফিচার

শিল্পা শেঠীর জন্ম

শিল্পা শেঠী কুন্দ্রা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ১৯৭৫ সালের ৮ জুন ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে।

Advertisement

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে জনপ্রিয় হলো: ধড়কন, রিস্তে, গাতে রহে মেরা দিল, বাজীগর, আও প্যার করে, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, আগ, গ্যাম্বেলার, ছোটে সরকার, হিম্মত, খামোশ খউফ কি রাত, হাঙ্গামা ২, আপনে, নিকাম্মা, জানওয়ার, ফির মিলেঙ্গে, দাস, লাইফ ইন অ্যা মেট্রো, দোস্তানা ইত্যাদি।

লাক্স বছরের নতুন মুখ ফিল্মফেয়ার পুরস্কার, বলিউড মুভি অ্যাওয়ার্ড, জি সিনে পুরস্কার পেয়েছেন। এছাড়া প্রথম ভারতীয় তারকা হিসেবেও ভোগ ম্যগাজিনের ভারতীয় সংস্করণে প্রচ্ছদকন্যা হয়েছিলেন শিল্পা। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।

কেএসকে/এএসএম

Advertisement