কোরবানি ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের পালন করা সাড়ে ২১ মন ওজনের গরু উপহার দিতে চায় বুলবুল আহমেদ (৩৭) নামের এক যুবক।
Advertisement
তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তর পাড়া এলাকার আবু তাহের বেপারীর ছেলে। বুলবুল আহমেদ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক। এরই মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সঙ্গে যোগাযোগও করেছেন বুলবুল।
বুলবুল আহমেদ বলেন, আমি আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার নিজ হাতে লালন-পালন করা শান্ত নামের গরুটি কোরবানি ঈদে উপহার দিতে চাই। মার্কিন ‘ব্রাহমা’ জাতের গরুটি আমি নিজে আড়াই বছর ধরে লালন-পালন করেছি। ধূসর সাদা রঙের গরুটির ওজন সাড়ে ২১ মন। ষাঁড় গরুটির বর্তমান বয়স তিন বছর। প্রধানমন্ত্রীকে কোরবানি করার জন্য এ ষাঁড় গরু উপহার দিবো।
আরও পড়ুন: পাবনায় মণে পেঁয়াজের দাম কমেছে হাজার টাকা
Advertisement
তিনি আরও বলেন, গরুটি কেনার সময়ই প্রধানমন্ত্রীকে উপহার দিবো বলে কিনেছি। বর্তমানে প্রতিদিন এটির খাবারের জন্য এক হাজার টাকা খরচ হচ্ছে। ঘাস, কলা, খড়, ভুট্টা, ধানেরকুঁড়া, মিষ্টি কুমড়া, সাইলেজ খাইয়েছি। গরুটি প্রধানমন্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠাতে আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। উনার একটু সহযোগিতা নিয়ে আমি আমার গরুটি প্রধানমন্ত্রীর জন্য পাঠাতে চাই।
এলাকার শিক্ষার্থী মিথিলা বলেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য গুরুটি বুলবুল ভাই অনেক কষ্ট করে পালন করতেছেন। গরুটি বাড়ি থেকে রাস্তায় বেড় করলেই দূর থেকে অনেক মানুষ দেখতে আসে আমরাও দেখতে এসেছি।
দূরের এলাকা থেকে গরু দেখতে আসা ফিরোজ মিয়া বলেন, শুনেছি অনেক বড় সাইজের একটি গরু প্রধানমন্ত্রীকে উপহার দিবে তাই দেখতে এসেছি। এসে দেখি সত্যিই অনেক বড় গরু। শুনেছি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য অনেক দিন ধরেই গরুটি লালন-পালন করেছে। আশা করি গরুটি প্রধানমন্ত্রী উপহার হিসেবে গ্রহণ করবেন।
আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই বাজারে আসছে ‘হাঁড়িভাঙা আম’
Advertisement
প্রতিবেশি বৃদ্ধ নাসির উদ্দীন জানান, আমাদের পাশের বাড়ির বুলবুল অনেক দিন ধরেই ষাঁড় গরুটি লালন-পালন করেছে প্রধানমন্ত্রীকে উপহার দিবে বলে। গরুটি দেখতেও খুব সুন্দর যেমন উঁচু তেমনি লম্বা। আশা করি প্রধানমন্ত্রী বুলবুলে উপহার গ্রহণ করবেন। আর প্রধানমন্ত্রী এ উপহার গ্রহণ করলে আমাদের এলাকার সুনাম হবে।
এসকে রাসেল/জেএস/এএসএম