রাজবাড়ী গোয়ালন্দের মরা পদ্মায় অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু কাটা খালের পানিতে ডুবে রাতুল ফকির (১১) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকার মরা পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাতুল ওই গ্রামের মিলন ফকিরের ছেলে।
স্থানীয় উজ্জ্বল শেখ ও সাঈদুর রহমান জানান, রাতুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে দুপুরে মরা পদ্মা নদীতে ড্রেজারে খনন করা একটি খালের পানিতে গোসল করতে যায়। তখন হঠাৎ রাতুল ডুবে যায়। কিছুক্ষণ পর তার বন্ধুরা তাকে উঠতে না দেখে বিষয়টি স্থানীয়দের জানায়। তারা এসে খালের পানিতে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সবজি
Advertisement
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
রুবেলুর রহমান/জেএস/এএসএম