দেশজুড়ে

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, চালক-হেলপার নিহত

ফেনীতে ডিমবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক মো. সোহাগ (৩০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। অপরজন হচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পাঁচগাছিয়া গ্রামের মো. মুনতাহারের ছেলে জহির আহাম্মদ (২৬)।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ডিমবোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। খাইয়ারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার নিহত হন।

Advertisement

তিনি বলেন, তাৎক্ষণিক মরদেহগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম