গাজীপুরে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (৭ জুন) গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার। অভিযানে ওই এলাকায় মেসার্স ইউনিটি স্টাইল ও মেসার্স নুর ফ্যাশন নামে দুই শিল্পপ্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করার অপরাধে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জোনাল বিপণন অফিস-জয়দেবপুরের কর্মকর্তা-কর্মচারীসহ কারিগরি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম