জাতীয়

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. মিজানুর রহামান ওরফে মিজান (৪৫)।

Advertisement

বুধবার (৭ জুন) দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, আজ বুধবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং পর্নোগ্রাফি আইনে ৫ বছর ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজার আসামি মিজানুর রহামান ওরফে মিজানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি আইনের হাত থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

Advertisement

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস/এএসএম