আন্তর্জাতিক

তিন দিনে ৬৮০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

তিন দিনে ৬৮০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এসব প্রবাসীরা এশিয়ান ও আফ্রিকান। খবর গাল্ফ নিউজের।

Advertisement

জানা গেছে, আট দেশের এসব প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে কারাগারে ছিল। গত ২৭ থেকে ২৯ মে অর্থাৎ তিন দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন>সম্পর্ক জোরদারে প্রিন্স সালমানের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অ্যান্ড সিকিউরিটি মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কোনো বিলম্ব ছাড়াই তাদের ফেরত পাঠানো হয়েছে।

Advertisement

প্রক্রিয়ার মধ্যে রয়েছে এসব প্রবাসীদের আঙুলের ছাপ ও ছবি তোলা। তারপরে কুয়েত থেকে তাদের অবিলম্বে ফ্লাইটের ব্যবস্থা করা। নিরাপদে যাতে তারা নিজ দেশে ফিরতে পারে তাও নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন>ডলারের বিপরীতে তুর্কি লিরার বড় দরপতন

গাল্ফ নিউজের এক প্রতিবেদেন বলা হয়েছে, যেসব কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আদালতের রায়, প্রশাসনিক সিদ্ধান্ত ও কুয়েতের আবাসিক ও শ্রম আইনের লঙ্ঘন।

এদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখতে সৌদি আরব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মানবাধিকার থেকে শুরু করে ইরান ইস্যুতে সম্প্রতি দেশ দুইটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না।

Advertisement

এমএসএম