দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও শান্তিরক্ষী মো. আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছিলেন। বুধবার (৭ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।
Advertisement
এর আগে মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠী এসআই মো. আশেকুর রহমানকে অপহরণ করে।
এআইজি বলেন, দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিরাপত্তা টহলের সময় মো. আশেকুর রহমানকে অপহরণ করা হয়। পরবর্তীতে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। বর্তমানে আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি আইপিও হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুন: জাতিসংঘ মিশনেও সমুজ্জ্বল ‘দেশের নারী পুলিশ’
Advertisement
দক্ষিণ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানান এআইজি মনজুর রহমান।
১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্যদিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।
টিটি/জেডএইচ/এএসএম
Advertisement