ক্যাম্পাস

প্রক্সিকাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৭ জুন) রেজিস্টার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আরও পড়ুন: প্রক্সিকাণ্ডে রাবির ছাত্রলীগ নেতা গ্রেফতার 

ভর্তি পরীক্ষার প্রথম শিফটে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদে নামের এক ভর্তিচ্ছুর হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন স্বপন হোসাইন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ মে সকালে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদের (রোল-২৪০৯৬) হয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় বসেন মো. স্বপন হোসেন। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস