দেশজুড়ে

বসতঘর থেকে গৃহবধূর মাথা-মুখ থেঁতলানো মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মাথা ও মুখ থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (৭ জুন) সকালে মাজবাড়ী কোমড়পুর এলাকায় নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী আব্দুল মন্ডল পলাতক আছেন।

স্থানীয়রা জানান, রাশিদার স্বামী ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদের জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা চলছিল। মঙ্গলবার তাদের ছোট তিটি সন্তানকে অন্য ঘরে তালাবদ্ধ রেখে ওই গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত‌্যা করে পালিয়ে যান আব্দুল।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের পর রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটকে অভিযান চলছে।

Advertisement

রুবেলুর রহমান/এসজে/এমএস