আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু নিউইয়র্কে

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) রাত ১০টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) এই তালিকায় শীর্ষস্থানে দেখা গেছে মার্কিন শহরটিকে। একই সময় দূষিত শহরের তালিকায় ১২তম স্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, কানাডায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণেই নিউইয়র্কের বায়ু এত বেশি দূষিত হয়ে উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে নিউইয়র্কের বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসময় শহরটির বাতাসে পিএম২.৫’র মাত্রা ছিল ২০০’র ওপরে।

আরও পড়ুন>> দাবদাহ: লাখো মৃত্যু রুখতে কতটা প্রস্তুত মধ্যপ্রাচ্য?

Advertisement

বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে আইকিউএয়ারের তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল নিউইয়র্ক। দ্বিতীয় ভারতের দিল্লি, তৃতীয় ইরাকের বাগদাদ, চতুর্থ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, পঞ্চম ইসরায়েলের তেল-আবিব, ষষ্ঠ কুয়েতের কুয়েত সিটি, সপ্তম কাতারের দোহা, অষ্টম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নবম ভারতের কলকাতা এবং দশম স্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।

এছাড়া সৌদি আরবের রিয়াদ ১১তম এবং বাংলাদেশের ঢাকা ছিল তালিকার ১২তম স্থানে।

আরও পড়ুন>> ৫০ বছরে ২০ লাখ প্রাণ নিয়েছে প্রতিকূল আবহাওয়া: জাতিসংঘ

বায়ুদূষণের কারণে নিউইয়র্কের কমপক্ষে ১০টি স্কুল ডিস্ট্রিক্ট মঙ্গলবার সবধরনের আউটডোর কার্যক্রম বাতিল করেছে। এগুলোর মধ্যে একাডেমিক, অ্যাথলেটিক ও পাঠ্যক্রম বহির্ভূত ইভেন্টের পাশপাশি আউটডোর জিম বা অবকাশও বাতিল করেছে কর্তৃপক্ষ।

Advertisement

New York City's five boroughs have some of the worst air in the US right now.The city woke to an orange glow as the sun was obscured by a thick blanket of smoke drifting south from Canadian wildfires, covering much of the eastern US and Great Lakeshttps://t.co/W2zj4Mik1l pic.twitter.com/xmkhpy2omM

— Bloomberg Quicktake (@Quicktake) June 6, 2023

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্যমতে, এ সপ্তাহে কুইবেকে ১৫০টিরও বেশি সক্রিয় দাবানল চলছে, যা দেশটির অন্য প্রদেশগুলোতে চলা দাবানলের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন>> চীনের পর জাপানেও উষ্ণতার রেকর্ড, চোখ রাঙাচ্ছে এল নিনো

২০২৩ সালে এ পর্যন্ত কুইবেকে চার শতাধিক দাবানল রেকর্ড করা হয়েছে, যা বছরের এই সময়ের গড়ের তুলনায় দ্বিগুণ। কানাডায় এ বছর দাবানলে প্রায় ৯০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

কানাডার এই দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের এবং শিকাগো শহরে বায়ুমান সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমসকেএএ/