সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি এলে একটা ভালো ফাইট হতো। কিন্তু তারা আসেনি। তাই বলে বসে থাকার সুযোগ নেই। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
Advertisement
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে দেখেছি, জামায়াত-বিএনপির প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে ঐক্যবদ্ধ কাজ করেছে তারা। অল্প ভোটের ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে। এখানেও এমনটি হতে পারে। তাই ডাক্তার, নার্স ও ব্রাদারদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে, তাহলেই আনোয়ারের পক্ষে জয় আসবে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে সিলেটের সর্বস্তরের স্বাস্থ্যসেবী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সমাবেশে মোস্তফা জালাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটে নেমেই আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। বুঝেছি ২১ জুন জনগণ আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নেবেন। আর যদি তা হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের স্মার্ট সিলেট উপহার দেবেন।
Advertisement
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা.মো. ইহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ডা. রকিবুল হাসান জুয়েলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেচ্ছা হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
ছামির মাহমুদ/এসজে/এমএস