দেশজুড়ে

চার্জার ফ্যানের দাম বেশি নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান কিনছে মানুষ। সুযোগ বুঝে অসাধু কিছু ব্যবসায়ী হুট করে এ ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছেন। মাদারীপুরে চার্জার ফ্যানের দাম বেশি নেওয়ায় খান ইলেকট্রনিকস নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় শহরের ‍পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, লোডশেডিং ও প্রচণ্ড গরম থাকায় কিছু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম বেশি নিচ্ছেন- এমন অভিযোগে পুরান বাজার এলাকায় খান ইলেকট্রনিকসে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য দোকানিদের সতর্ক করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএএইচ

Advertisement