দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ধীরগতিতে হলেও বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৮৪ জনই ঢাকার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Advertisement
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনে। নতুন একজনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৫১ জন।
মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়লেও ছড়ানোর আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
এর আগে গতকাল সোমবার করোনায় দুজনের মৃত্যু হয়। ৬৬ দিন পর করোনায় দুজন মারা যান গত ২ জুন। গত ২৮ মার্চ ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছিল।
এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০৬৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
আরও পড়ুন> দেশের সব বিমানবন্দরে করোনা বিধিনিষেধ প্রত্যাহার
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।
Advertisement
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এএএম/এমকেআর/এমএস