বিনোদন

নতুন সিনেমায় শ্যামল মাওলা

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। এরই মধ্যে নিজের অভিনয় গুণে শোবিজে ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। ছোটপর্দা ছাপিয়ে নিজেকে ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শ্যামল মাওলা।

Advertisement

আরও পড়ুন: তৌকীরের সিনেমায় পরীমনি-মম’র নায়ক শ্যামল মাওলা

এর মধ্যে নতুন সুখবর দিলেন এ অভিনেতা। আবারও বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন শ্যামল মাওলা। নতুন সিনেমাটির নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। সিনেমাটিতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।

আরও পড়ুন: প্রশংসা কুড়াচ্ছে শ্যামল মাওলার ‘অনবদ্য’ অভিনয়

Advertisement

নির্মাতা জানান, থ্রিলার ঘরনার এ সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি শ্যামল মাওলা এরই মধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন। জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে।

এমআই/এমএমএফ/এমএস