রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে নির্মাণাধীন একটি সেতুর এক অংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (৫ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
Advertisement
জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ও যশাই ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য মেঘনা খামার পাড়া এলাকায় পুরাতন সেতু ভেঙে নতুন সেতুর নির্মাণকাজ চলছিল। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ১০ মিটার দৈর্ঘ্যের সেতুটি এলজিইডির তত্ত্বাবধানে ‘সার্বিক এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছিল। সোমবার সন্ধ্যায় সেতুর ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর এক অংশ ধসে পড়ে।
এ বিষয়ে পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান জানান, নিচে সেন্টারিংয়ের কাজ ঠিকভাবে না করায় এটি হয়েছে। দ্রুত ঠিক করা হবে। একইসঙ্গে কাজে কোনো গাফিলতি আছে কি না সে বিষয়েও দেখা হবে।
রুবেলুর রহমান/এফএ/এমএস
Advertisement