দেশজুড়ে

উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবি

উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

Advertisement

পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও প্লাস্টিক বর্জনে সোমবার (৫ জুন) এ প্রচারাভিযান চালানো হয়।

‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে।

এসময় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরেন স্বেচ্ছাসেবকরা।

Advertisement

প্রচারাভিযানে বলা হয়, অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, তেমনি জীববৈচিত্র্যও ধংসের পথে। নদী-নালা, খাল-বিল ভয়াবহ আকারে দূষিত হচ্ছে। এমনকি সুন্দরবনও প্লাস্টিক ব্যবহারের কারণে হুমকির মুখে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক শেখ সিরাজুল ইসলাম।

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস

Advertisement