গণমাধ্যম

বিটিভির নতুন ডিজি জাহাঙ্গীর আলম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

Advertisement

সোমবার (৫ জুন) তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির ডিজির দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। গত বছরের ডিসেম্বরে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগে ২২ ডিসেম্বর তাকে বিটিভির ডিজির পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর থেকে বিটিভির উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সৈয়দা তাসমিনা আহমেদ অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Advertisement

আরএমএম/বিএ/এমএস