ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন দিনের সূচনা হলো। নতুন হেড কোচ ড্যারেন স্যামি আর অধিনায়ক শাই হোপের জুটি জয় দিয়েই শুরু করলো।
Advertisement
রোববার রাতে নিরপেক্ষ ভেন্যু শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে হোপের দল। ব্রেন্ডন কিংয়ের সেঞ্চুরিতে ২০৩ রান তাড়া করেছে ৮৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই।
প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন কেমো পল। প্রত্যাবর্তনের ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের সেরা বোলার তিনিই। দুটি করে উইকেট নেন ওডিয়েন স্মিথ ও ইয়ানিক কারিয়াহ। ৪৭.১ ওভারে ২০২ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।
আমিরাতের ব্যাটারদের মধ্যে কেবল যা একটু লড়াই করেছেন ভৃত্য অরবিন্দ (৪০) ও আলি নাসের (৫৮)। আসিফ খান করেন ২৭। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
Advertisement
রান তাড়ায় তেমন কোনো কষ্টই হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বল সমান ১১২ রানের ইনিংস খেলে দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যান ব্রেন্ডন কিং।
তার ১২ বাউন্ডারি আর ৪ ছক্কার সেঞ্চুরি ইনিংসটি যখন থেমেছে, তখন জয় থেকে মাত্র ১০ রান দূরে ক্যারিবীয়রা। শামারাহ ব্রুকস ৪৪ আর জনসন চার্লস করেন ২৪ রান।
এমএমআর/
Advertisement