জামালপুরের বকশীগঞ্জে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেতুর পাশে একটি পুকুরে মরদেহটি ভাসছিল।
Advertisement
রোববার (৪ জুন) বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় সেতুর পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, বিকেলে মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের সেতুর পাশে তোফাজ্জল মাস্টারের পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখা যায়। তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, রাতের আঁধারে কে বা কারা শিশুটিকে পুকুরে ফেলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
নাসিম উদ্দিন/এসআার/জিকেএস