ভারতে চার সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেশটির রাজস্থানের বারমারে ৷
Advertisement
রোববার (৪ জুন) পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে তারা ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে ৷ মান্ডালি থানা এলাকায় বানিয়াওয়াস গ্রামে একটি বাড়ি থেকে মা ও তার চার সন্তানের মরদেহ বের করে নিয়ে আসে পুলিশ ৷ কীভাবে তাদের মৃত্যু হলো তা নিয়ে এখনো স্পষ্ট করে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন>ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ
স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা নারীর দেহটি বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ৷ চারটি সন্তানের দেহ একটি ড্রামের মধ্যে ছিল ৷ সাধারণত ওই ড্রামে শস্য মজুত করে রাখা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ মরদেহগুলো উদ্ধার করা হয় ৷ স্থানীয় একটি সরকারি হাসপাতালের মর্গে দেহগুলো আপাতত রাখা রয়েছে ৷
Advertisement
জানা গেছে, মৃত ওই নারীর নাম উর্মিলা মেঘওয়াল (২৭) ৷ তার চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় ৮ বছর বয়সী ভাবনা ৷ আর সবচেয়ে ছোটো মণীষার বয়স ছিল মাত্র ২ বছর ৷ এর পাশাপাশি ৫ বছর বয়সী বিক্রম ও ৩ বছরের বিমলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷
আরও পড়ুন>বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
তদন্তকারী জানিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই নারী আত্মহত্যা করেছেন ৷ আর চারটি শিশুরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷
পুলিশ কর্মকর্তা কমলেশ গেহলট জানিয়েছেন, ফরেন্সিকের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আমরা খুব ভালোভাবে ঘটনার তদন্ত করছি। ঘটনা সংক্রান্ত সব তথ্য জোগাড় করছি ৷ ওই নারীর আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷
Advertisement
তিনি বলেস, মৃত নারীর স্বামীর নাম জেঠা রাম ৷ তিনি স্থানীয় খনি অঞ্চলে কাজ করেন৷ এই ঘটনাটি ঘটার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ তবে ওই নারী সত্যি আত্মহত্যা করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ ৷ এমনকি চারটি সন্তানকে ড্রামের মধ্যে মা রেখেছিলেন নাকি অন্য কেউ তাদের ওখানে রেখেছিল তা নিয়েও সংশয় আছে। কেনই বা তাদের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখা হলো সেটাও বোঝার চেষ্টা করছে পুলিশ।
এমএসএম