স্বাস্থ্য

আরও ৬৮ করোনা রোগী শনাক্ত, ৬৩ জনই ঢাকার

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৩ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। তবে এসময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৪৮ জনে রয়েছে।

রোববার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু

Advertisement

সবশেষ গত শুক্রবার (২ জুন) করোনায় একদিনে দুজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২৮ মার্চ ভাইরাসটিতে একজন মারা গিয়েছিল। সে হিসাবে ৬৬ দিন পর করোনায় একদিনে দুজনের মৃত্যু দেখেছে দেশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮৫টি পরীক্ষাগারে ৮৯২টি নমুনা সংগ্রহ এবং ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৫৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement

এএএম/এমকেআর/জেআইএম