গাইবান্ধায় বিদেশি মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওমানের কিছু মুদ্রা এবং প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে বাবলু মিয়া (৩৫) ও গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে শামীম মিয়া (২৯)।
রোববার (৪ জুন) বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতাররা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সহজ-সরল মানুষকে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে গাইবান্ধা শহরের নিউ গোধূলী হোটেলের পাশে আলম মিয়া নামে এক ব্যক্তিকে ওমানের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা।
Advertisement
এই অভিযোগের ভিত্তিতে শনিবার (৩ জুন) রাতে অভিযান চালিয়ে প্রতারক বাবলু ও শামীমকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ওমানের ১০০ বাইসাসহ প্রতারণার ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অনুসন্ধান অব্যাহত আছে।
শামীম সরকার শাহীন/এমআরআর/জিকেএস
Advertisement