খেলাধুলা

জার্মান কাপে ফের চ্যাম্পিয়ন লাইপজিগ

সামনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে দাপুটে খেলে শিরোপা ধরে রাখলো লাইপজিগ। টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপে চ্যাম্পিয়ন হলো তারা।

Advertisement

শনিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ২-০ গোলে জিতেছে লাইপজিগ। এনকুনকুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।

ম্যাচে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লাইপজিগ। ৫৮ ভাগ বল দখলে রেখে মোট ১২টি শট নেয় তারা, যার তিনটি ছিল লক্ষ্যে, দুটি হয়েছে গোল। অন্যদিকে ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ফ্রাঙ্কফুর্ট, জালের দেখা পায়নি।

প্রথমার্ধে অবশ্য দুই দল সমতায় ছিল। অবশেষে ডেডলক ভাঙে ৭১তম মিনিটে। ফরাসি মিডফিল্ডার এনকুনকুর শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

Advertisement

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। সেই গোলেও ছিল এনকুনকুর অবদান। তার নিচু পাস পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান সোবোসলাই।

এমএমআর/এমএস