দেশজুড়ে

মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন, নেদারল্যান্ডস ও ব্রিটিশ হাইকমিশনার।

Advertisement

শনিবার (৩ জুন) সকালে তারা সড়কপথে কুমুদিনী কমপ্লেক্সে আসেন। কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে তারা হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, ভারতেশ্বরী হোমস ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।

আরও পড়ুন: ৪ দেশের রাষ্ট্রদূতের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

তারা হলেন- ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই অ্যালেক্স বার্গ ভন লিন্ডে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল। সকাল ১০টার দিতে তারা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাদের স্বাগত জানান।

Advertisement

এস এম এরশাদ/আরএইচ/এমএস