জাতীয়

স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও ডিআইজির বিরুদ্ধে মামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিআইজি ও আর্মড পুলিশের এসপির বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন বরিশাল আরআরএফ পুলিশের কনেস্টেবল মো. নেছার উদ্দিন। প্রশাসনিক ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন তিনি।আদালতের বিচারক মিয়া মো. তারিক হোসেন মামলাটি আমলে নিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মামলায় বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোয়াজ্জেম হক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়ন বরিশালের কমাড্যান্ট (এসপি) কাজী মোরতাজ আহম্মেদ।মামলার বাদী পুলিশ কনেস্টেবল মো. নেছার উদ্দিন জানান, আরআরএফ পুলিশের এসপি মোরতাজ আহম্মেদ ১৭ সেপ্টেম্বর’ ১৩ সালে পিআরবি ৮৫৭ বিধি অনুযায়ী দায়ী করে এক বছরের জন্য প্রতিমাসে ২৪০ টাকা হারে ২ হাজার ৮৮০ টাকা কর্তনের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে সুবিচার চেয়ে তিনি বরিশাল রেঞ্জের ডিআইজি বরাবর বিভাগীয় আপিল করেছিলেন। একই বছরের ২৪ অক্টোবর আগের আদেশ সংশোধন করে ৯ মাসে ২ হাজার ১৬০ টাকা কর্তনের চূড়ান্ত আদেশ দেন ডিআইজি। চূড়ান্ত ওই আদেশের বিরুদ্ধে কনস্টেবল নেছার উদ্দিন প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে আরআরএফ কমাড্যান্ট বরিশাল ২৯ ডিসেম্বর’১৩ আদালতে লিখিত বর্ণনা দাখিল করেন।

Advertisement