খেলাধুলা

‘আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে উইকেটই চাইতাম’

টেস্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের ভক্ত ও সমর্থকদের একটা কৌতুহল তত প্রবল হচ্ছে। ভক্ত, সমর্থকদের প্রায় সবার জিজ্ঞাসা, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে কেমন উইকেটে খেলবে বাংলাদেশ?

Advertisement

৪ বছর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিন ফ্রেন্ডলি উইকেটে করুন পরিণতি ঘটেছিল। রশিদ খানের লেগস্পিন (ম্যাচে ১১ উইকেট) সামলাতে গিয়ে কি নাজেহালটাই না হয়েছিলেন টাইগাররা। এবারও কি স্পিন বান্ধব উইকেটে খেলা হবে? নাকি পেস সহায়ক উইকেট তৈরি হবে? কিংবা ব্যাটিং সহায়ক পিচে হবে খেলা?

এ নিয়ে চলছে জল্পনা, কল্পনা। বিসিবির অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বিসিবি পরিচালক এবং ফ্যাসিলিটিজ কমিটি চেয়ারম্যান আকরাম খান স্বাগতিক ক্রিকেটারদের উপযোগি কন্ডিশনে খেলা আয়োজনের পক্ষে।

জাতীয় দলের এ সাবেক অধিনায়কের কথা, ‘আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে ধরনের উইকেটই চাইতাম।’

Advertisement

প্রতিপক্ষ আফগানিস্তানকে সমীহ দেখানোর পক্ষে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। ‘আফগানদের কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের বেশ কিছু কোয়ালিটি ক্রিকেটার ও ভাল বোলার আছে। ব্যাটসম্যান যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো।’

টাইগারদের সতর্ক করে আকরাম খান বলেন, ‘আফগানদের যদি সহজভাবে নেন বা মনে করেন যে তারা আয়ারল্যান্ডের মতো শক্তি- তাহলে সেটা আমাদের জন্য নেতিবাচক হবে।’ আকরামের হুঁসিয়ারি, ‘আফগানরা কিন্তু শক্তিশালি একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো বড় একটা ব্যাপার।’

নিজ দলের সম্ভাবনার কথা বলতে গিয়ে আকরাম বলেন, ‘আমরা যেভাবে খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে দেশে ও বাইরে আমরা যদি ওইভাবে প্রোপার ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ্ আমরা ভালো করব। কারণ আমাদের হোম এডভান্টেজ আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা বেশি। তো সুযোগটা নিতে পারলে আমরা ভালো করব।’

শেরে বাংলায় সারা বছর টাইগাররা যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, সেই উইকেটে টেস্ট অনুষ্ঠানের পরামর্শ আকরাম খানের। ‘উইকেট তো আসলে টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে, সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে। সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।’

Advertisement

দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মনে করেন, আফগানদের সাথে টেস্টে উইকেট নিয়ে মাথা ঘামানোর চেয়ে নিজেদের করনীয় কাজটা ঠিকঠাকমত করার চিন্তাই করা উচিৎ। তাই তার কথা, ‘আমার মনে হয়, উইকেটের চেয়ে দলের অ্যাপ্রোচটা কেমন থাকে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ভালো উইকেটেও হারতে পারেন, খারাপ উইকেটেও জিততে পারেন। আমার মনে হয়, অন্যদের বোলার কে কী করছে, অন্যদের শক্তি কী তা না করে নিজেদের দিকটা চিন্তা করি তাহলে আমরা ভালো করব।’

এআরবি/আইএইচএস