দিনাজপুর বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
Advertisement
শনিবার (৩ জুন) ৫১ লাখ টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. যাবিদ হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) জিন্নাহ আল মামুন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালন করেন, সহকারী জজ মোছা. শামসুন নাহার।
Advertisement
পরে বিচারপতি এম ইনায়েতুর রহিম দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সুন্দর, সুশীল ও ছায়ানিবিড় করে তুলতে বৃক্ষরোপণ করেন।
জানা গেছে, ৫১ লাখ টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জ ১০০০ বর্গ ফিটে নির্মিত হবে। সেখানে থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার, পুরুষ ও নারীর আলাদা বিশ্রামাগার ও ওয়াশরুম। এ ছাড়াও থাকবে আলোকসজ্জা ও একটি দোকান।
এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম
Advertisement