দেশজুড়ে

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার, হাসপাতালে ছেলে

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর খোরশেদ ব্যাপারী (৩০) মারা গেছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে আরিয়ান ব্যাপারী (৪) গুরুতর আহত হয়েছে।

Advertisement

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার আমগ্রামের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানে গান বাজানোর সময় সাউন্ডবক্সের তারে খোরশেদ ব্যাপারীর স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় খোরশেদের কোলে থাকা ছেলে আরিয়ানও গুরুতর আহত হন।

তাদের দুজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার সঙ্গে থাকা ছেলে আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জেআইএম