মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।
Advertisement
শনিবার (৩ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।
আরও পড়ুন>> মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের ১২০ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ
Advertisement
গত ১৪ মে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ঝড়টি প্রতিবেশী চীন রাজ্য এবং সাগাইঙ্গ ও মাগউই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।
আরও পড়ুন>> ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে প্রাণ গেলো ১১৭ রোহিঙ্গার
জাতিসংঘ জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারে প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের খাদ্য, ত্রাণ ও অন্যান্য সাহায্য দরকার বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
আরএসএম/ইএ/জেআইএম
Advertisement