দেশজুড়ে

সড়কে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করলেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা

প্রায় এক কিলোমিটার সড়কে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করছেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা। শুক্রবার (২ জুন) বিকেল ফুলবাড়ীর রাঙ্গামাটি বঙ্গমিলাস লিমিটেড সংলগ্ন এলাকায় এ অভিযান চালান তারা।

Advertisement

আরও পড়ুন: পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণ-আরএফএলের ব্যতিক্রমী উদ্যোগ

অভিমানে নেতৃত্ব দেন প্রাণ-আরএফএলের ফুলবাড়ী বঙ্গ মিলাস লিমিটেডের ব্যবস্থাপক মো. জাকারিয়া হোসেন। এসময় ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুরুল হক, প্রাণ-আরএফএলের ফুলবাড়ী বঙ্গ মিলস লিমিটেডের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এ বিষয়ে ফুলবাড়ী বঙ্গমিলসের ব্যবস্থাপক (জিএম) মো. জাকারিয়া হোসেন জাগো নিউজকে বলেন, প্রাণ-আরএফএলের উদ্যোগে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের এ কর্মসূচি যেন প্রতিদিনের হয়। আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখলে দেশ পরিষ্কার থাকবে।

Advertisement

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম