পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী ক্যাম্পেইন নিয়ে মাঠে নেমেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। শুক্রবার (২ জুন) বিকেলে যশোরে ‘ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বিকেল ৩টা থেকে প্রাণ-আরএফএল গ্রুপের কর্মী ও স্বেচ্ছাসেবকরা শহরের দড়াটানা ভৈরব চত্বরে জড়ো হতে শুরু করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দড়াটানা থেকে চিত্রা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে মণিহার চত্বর পর্যন্ত প্রচারণা চালানো হয়। এ সময় সড়কের দুই পাশের প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করেন।
প্রাণ গ্রুপের সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এ কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। যাতে তারা যেখানে সেখানে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য না ফেলেন। ডাস্টবিন বা নির্ধারিত জায়গায় এ ময়লা আবর্জনা ফেললে পরিবেশ রক্ষায় সহায়ক।
আরও পড়ুন: কুমিল্লায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহে অংশ নেয় ৩০০ স্বেচ্ছাসেবী
Advertisement
কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম বলেন, অনলাইনের মাধ্যমে জানতে পেরে কর্মসূচিতে অংশ নেই। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এটি একটি ভাল প্রচারণা। এর মাধ্যমে যদি কিছু মানুষ সচেতন হন তাহলে এ উদ্যোগ সফল হবে। প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) আসাদুজ্জামান বলেন, পরিবেশ ভাল থাকলে আমরা ভাল থাকবে। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণ-আরএফএল গ্রুপ ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহে ক্যাম্পেইন করছে।
মিলন রহমান/আরএইচ/এমএস