জাতীয়

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শুক্রবার (২ জুন) দিনগত রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

তিনি বলেন, নাজিমুদ্দিন রোডে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন রানা। সেখানে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তদন্ত করে বিস্তারিত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি, বলেন ওসি।

Advertisement

আরএসএম/এমএইচআর