জাতীয়

১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যাননি: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদকালের ১৪ বছরে দেশে একজন মানুষও না খেয়ে মারা যাননি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘২০০৬-০৮ সালে দেশে দুর্ভিক্ষ হতো। উত্তরবঙ্গে অনেক মানুষ না খেয়ে মারা যেতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যাননি। আপনাদের (সাংবাদিক) নিউজেও এমন তথ্য দেখিনি। অথচ একটা সময় প্রতি বছর নভেম্বর ৮-১০ জন না খেয়ে মারা যেতেন।

Advertisement

শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খাদ্যবান্ধব নানা কর্মসূচি করছি। এক কোটি পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছি। টিসিবির মাধ্যমে তেল-চিনি দেওয়া হচ্ছে। বাজেটের পরও চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। একজন মানুষও যেন কষ্ট না পান, সেই পদক্ষেপ গ্রহণ করেছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, ইআরডি সচিব শরিফা খান প্রমুখ।

Advertisement

এমওএস/এএএইচ/এএসএম