প্রবাস

কুয়েত-চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালুর দাবি

বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য। এই দুই বিভাগের প্রবাসীরা কুয়েত থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম বা সিলেটে যান। ফলে তাদের অতিরিক্ত সময় ব্যয়ের সঙ্গে পড়তে হয় ভোগান্তিতে।

Advertisement

একসময় এই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও কয়েক বছর আগে তা বন্ধ হলে যায়। এ অবস্থায় প্রবাসীদের ভোগান্তি কমাতে কুয়েত-চট্টগ্রাম ও কুয়েত-সিলেট রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকের কাছে এই দাবি জানান প্রবাসীরা।

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিক বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আরও আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিভিন্ন দেশে স্টেশন অনুপাতে ফ্লাইট সংখ্যা কম। যে কারণে চাহিদা থাকলেও ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। আগামীতে ফ্লাইট সংখ্যা বাড়লে চালু করা সম্ভব হবে।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন- কুয়েতে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, বিমানের কাউন্টার স্টাফ তুহিন, পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হাওলাদার, বদুর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার পি এন কুমান, অফিস ম্যানেজার জবি প্রমুখ।

কেএসআর/জিকেএস