বিনোদন

নারগিস আক্তারের ৩১ বছরের চলচ্চিত্র সামগ্রী আর্কাইভে হস্তান্তর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নারগিস আক্তার গত ৩১ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছেন। তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের বিভিন্ন কর্মের উপর নির্মিত ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১৫০টি ফুটেজের বেটাক্যাম, ইউমেটিক ফরমেটে ক্যাসেট, ৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্ক্রিপটওে ফটোসেট, অ্যালবাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রাপ্ত ৩০টি পুরস্কার, চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী ও বিভিন্ন সম্মাননা আজ (১ জুন) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মো. জসীম উদ্দিনের নিকট হস্তান্তর করেন।

Advertisement

আরও পড়ুন: ‘ফাইটার’ হয়ে আসছেন পারিশা

মহাপরিচালক মো. জসীম উদ্দিন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভবিষ্যৎ সংরক্ষণের জন্য নারগিস আক্তার প্রদত্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী এবং বিভিন্ন সম্মাননা গ্রহণ করেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৬ জুন মুক্তি পাচ্ছে ‘ফুলজান’

Advertisement

নারগিস আক্তার ১৯৯৩ সাল থেকে প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভিস্পট, নির্মাণ করে আসেছেন। জনসচেনতামূলক বন্যা, ঘূর্ণিঝড়, সিডর, সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, জাটকা নিধন, নিষিদ্ধ ও বেআইনি জাল ব্যবহার বন্ধকরণ, আর্সেনিক ও আর্সেনিকোসিস, এইচআইভি/এইডস রোগ, বন্ধ্যাত্ব ও বহুবিবাহ, বাল্যবিবাহ, পরিবেশদূষণ, ও প্রতিকার, বহুবিবাহ বন্ধকরণ, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন, গাছপালা সংরক্ষণ, ঠোঁটকাটা শিশুর চিকিৎসা উপায়, নৌপরিবহন, দেশের উন্নয়ন, নারী নির্যাতন, নারী বান্ধব আইন, ইভটিজিংসহ আরও অনেক বিষয় নিয়ে বিভিন্ন ফরমেটে কাজ করেন।

আরও পড়ুন: রাজের কাছে কিছু প্রশ্ন রেখে এবার মুখ খুললেন তানজিন তিশা

নারগিস আক্তার পরিচালিত ৭টি চলচ্চিত্রের মধ্যে ৪টি চলচ্চিত্র ১৭ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এর আগে নারগিস আক্তার তার প্রযোজিত ও পরিচালিত ৩৫ মি.মি. ও ডিজিটালে নির্মিত সকল চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য জমা দেন।

এমআই/এমএমএফ/জেআইএম

Advertisement