দেশজুড়ে

নিষেধাজ্ঞার পরও সুন্দরবনে মাছ শিকার, ২৪ জেলে আটক

বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞার পরও সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে চারটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছেন বন বিভাগ। বৃহস্পতিবার (১ জুন) ভোর ৪টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ছগির হাওলাদার, ফয়সাল হাওলাদার, সেন্টু সাজ্জাল, আব্দুর রহিম তপু, মো. রাকিব ফকির, জাহাঙ্গীর খান, জয়নাল হাওলাদার, মো. জামাল হাওলাদার, মুসা মাতুব্বর, মো. হাসান গাজী, আল আমিন আকন, আবু হানিফ হাওলাদার, মো. আব্দুর রহিম হাওলাদার, পশ্চিম হরিণটানা এলাকার আল আমিন জমাদ্দার, জুয়েল শেখ, সুমন হাওলাদার, সোবহান মোল্লা, রাকিব প্যাদা, বাদুরতলা গ্রামের রফিক নাজির, সাহাদাত হাওলাদার, ইলিয়াস সরদার, মাসুম খান, মডের খাল এলাকার ইসমাইল গাজী, আল আমিন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার সময়ে কিছু জেলে অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চারটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করা হয়েছে।

আরএইচ/জেআইএম

Advertisement