ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কিয়েভের পূর্বাঞ্চলীয় দেসনিয়ানস্কি জেলা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। খবর বিবিসির।
Advertisement
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ বছর বয়সী এক শিশু, তার মা এবং অপর এক নারী রাশিয়ার হামলায় নিহত হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় আরও ২০ জন আহত হয়েছে। লিউদমিলা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, সবকিছু খুব দ্রুত ঘটেছে, সম্ভবত ১৫ মিনিটের মধ্যেই এমনটা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চল থেকে আসা ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত কিয়েভে ১৮ বার হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের অপর শহর বেলগোরোদের গভর্নর জানিয়েছেন, রাশিয়ার শেবেকিনো শহর থেকে রাতভর কামানের গোলায় আটজন আহত হয়েছে। বেলগোরোদ শহর থেকে ইউক্রেনের ওই শহরটি প্রায় ৩৩ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত।
Advertisement
এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩০ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে পেন্টাগন। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। এই সামরিক সহায়তার মধ্যে থাকছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক লাখ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র। ন্যাটো এবং অন্যান্য সহযোগী দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র ও অন্যান্য সহায়তা প্রদানে নজিরবিহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সামরিক সহায়তার ঘোষণা এমন এক সময় আসলো যখন ইউক্রেন একটি পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। রুশ বাহিনীকে দেশের পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চল থেকে প্রতিহত করায় এখন তাদের মূল লক্ষ্য।
আরও পড়ুন: ঋণের সীমা বাড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস
এর আগে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ জানিয়েছিলেন যে, রুশ বাহিনী বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে কিয়েভ প্রস্তুত আছে। এদিকে পেন্টাগন বলছে, নতুন ৩০ কোটি ডলারের প্যাকেজের মধ্যে রয়েছে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এআইএম-৭ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, অ্যাভেঞ্জার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্টিংগার যুদ্ধবিমান বিধ্বংসী মিসাইল।
এছাড়াও এই প্যাকেজে আরও রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস), ১৫৫ মিলিমিটার এবং ১০৫ মিলিমিটার আর্টিলারি রাউন্ড, ১০৫ মিলিমিটার ট্যাঙ্ক গোলাবারুদ এবং জুনি বিমান রকেটের জন্য গোলাবারুদ। সাম্প্রতিক সময়ে কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
Advertisement
টিটিএন